তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার ঘটনায় বেলায়েত হোসেন সোহাগ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে রাসেল এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয়, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।