mirsaraibarta
ঢাকামঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রদল নেতা আহত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় বেলায়েত হোসেন সোহাগ (৩৫) নামে এক ছাত্রদল নেতা আহত হয়েছেন।

তিনি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার রেললাইনের পাশে মিয়াধন সওদাগরের দোকানে এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় আহত ছাত্রদল নেতা সোহাগ বাদী হয়ে মোহাম্মদ রাসেলকে (৩২) আসামি করে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার রেললাইনের পাশে মিয়াধন সওদাগরের দোকানের সামনে মোহাম্মদ রাসেলের নেতৃত্বে অজ্ঞাত ৫-৭ জন লাঠিসোঁঠা ও ছুরি দিয়ে হত্যার উদ্দেশে উত্তর জেলা ছাত্রদল নেতা বেলায়েত হোসেন সোহাগের ওপর অতর্কিত হামলা চালায়।পরবর্তীতে তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
তবে হামলার বিষয়টি অস্বীকার করে রাসেল পাল্টা অভিযোগ করে বলেন, উল্টো বেলায়েত আমার ওপর হামলা করতে এসে হাতাহাতিতে নিজে নিজেই আহত হয়। আমি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, হামলার ঘটনায় বেলায়েত হোসেন সোহাগ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর থেকে রাসেল এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে। তার বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য ক্রয়বিক্রয়, চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।