mirsaraibarta
ঢাকারবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটির কাপ্তাইয়ে নরমাল ডেলিভারিতে ৭ শিশুর জন্ম

অনলাইন ডেস্ক
মার্চ ২৩, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো স্বাভাবিকভাবে (নরমাল ডেলিভারিতে) ২৪ ঘণ্টায় সাত শিশুর জন্ম হয়েছে। এদের মধ্যে ৪টি মেয়ে শিশু ও ৩টি ছেলে।

বর্তমানে নবজাতক শিশু ও তাদের মায়েরা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (২২ মার্চ) দুপুর ১২ থেকে রবিবার দুপুর ১২টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই সাত শিশু জন্ম নেয়।

বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি বলেন, ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, গাইনি কনসালটেন্ট ডা. তওফিকুন নাহার মোনার সার্বিক তত্ত্বাবধানে এ ডেলিভারি সম্পন্ন করেন সিনিয়র স্টাফ নার্স করুনাময়ী তনচংগ্যা, প্রমিলা বিশ্বাসের নেতৃত্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত নার্সিং কর্মকর্তারা।’

তিনি বলেন, ‘বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাপ্তাইয়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবার বাতিঘর হিসেবে পরিচিতি পেয়েছে। দুর্গম অঞ্চলের রোগীরা এখানে খুব সহজে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা পাচ্ছে।’

তিনি বলেন, ‘এর আগেও নরমাল ডেলিভারিতে কাপ্তাই কয়েকটি শিশুর জন্ম হয়েছে। তবে হাসপাতালের ইতিহাসে ২৪ ঘণ্টায় নরমাল ডেলিভারিতে ৭টি শিশুর জন্ম হয়েছে এই প্রথম। এতে করে স্থানীয় বাসিন্দাদের হাসপাতালের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।