mirsaraibarta
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

শহীদ ওয়াসিম ও আবু সাঈদ স্মরণে মীরসরাইয়ে ছাত্রসমাবেশ

অনলাইন ডেস্ক
জুলাই ১৬, ২০২৫ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : ছাত্রদলের নেতাকর্মীরা কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে জড়িত না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

বুধবার (১৬ জুলাই) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক, বিজয়ের বর্ষপূর্তি পালন র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি এবং শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদসহ নিহত শহীদদের স্মরণে চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের বাংলাদেশ। জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে ছাত্রদল তথা ছাত্রজনতা মাঠে নেমে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে এই জাতীকে মুক্ত করেছেন। সব স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এই ছাত্রসমাজ।

তিনি আগামীতে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে বিএনপিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আগামীতে জনগণের ভোটে বিএনপিই ক্ষমতায় আসবে। একটি পক্ষ বিএনপির বিরুদ্ধে যা খুশি তা বলে যাচ্ছে। এদেশের জনগণও জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দুই ভাগে দেখতে চায় না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করি।

এর আগে সকাল ১১টায় উপজেলার ছোট কমলদহ বাজার থেকে একটি র‍্যালি বের করে প্রায় দুই কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে নিজামপুর সরকারি কলেজ মাঠে এসে শেষ হয়।

নিজামপুর সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে এবং মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুলাহ আল নোমান।

এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু।

বিশেষ বক্তা ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক সালমান হায়দার।

আরও বক্তব্য দেন- ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমাম হোসেন বাবলু, বারইয়ারহাট পৌর ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম বাদশা, ছাত্রদল নেতা নাঈম সরকার প্রমুখ।

সমাবেশ শেষে নিজামপুর সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ করেন অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।