mirsaraibarta
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  6. আবহাওয়া
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম প্রতিদিন
  9. জাতীয়
  10. ড. মুহাম্মদ ইউনূস
  11. দেশ ও জনপদ
  12. বিনোদন
  13. ব্যবসা
  14. ভিডিও
  15. মতামত
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে শিবচতুর্দশী মেলায় দুই পুন্যার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৩:১৩ অপরাহ্ণ
Link Copied!

সীতাকুণ্ড শিবচতুর্দশী মেলায় হিট স্ট্রোক করে দুই পুন্যার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২ টার দিকে চন্দ্রনাথ মন্দিরে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম লাশ দুইটি উদ্ধার করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেছে। এদের মধ্যে একজন কক্সবাজারের চকরিয়া উপজেলার বান্টু (৫৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে সীতাকুণ্ড পাহাড়ের সর্বোচ্চ মন্দির চন্দ্রনাথে অতিরিক্ত গরমে দুইজন পুণ্যার্থীর মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করে।

সীতাকুন্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, চন্দ্রনাথ মন্দিরে দুইজন বয়স্ক পূর্ণার্থীর মৃত্যু ঘটে। খবর পেয়ে আমরা লাশ দুটি উদ্ধার করে ইকোপার্ক দিয়ে নামিয়ে এনে থানায় হস্তান্তর করি।

সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন, মেলায় আগত দুজন পুন্যার্থীর লাশ সীতাকুণ্ড থানা হেফাজতে রাখা হয়েছে। একজনের পরিচয় শনাক্ত হলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

অস্থায়ী মেডিকেল ক্যাম্পের দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার ডাক্তার বিবেকানন্দ চক্রবর্তী বলেন, অসুস্থ অবস্থায় কাউকে চিকিৎসা ক্যাম্পে আনা হয়নি। তবে দুজন পুন্যার্থীর মৃত্যুর খবর পেয়েছি আমরা। তাদের লাশ ফায়ার সার্ভিস সরাসরি সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।