mirsaraibarta
ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  1. Public
  2. অন্তর্বর্তীকালীন সরকার
  3. অর্থনীতি
  4. আইন আদালত
  5. আন্তর্জাতিক
  6. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
  7. আবহাওয়া
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম প্রতিদিন
  10. জাতীয়
  11. জাতীয় সংসদ নির্বাচন
  12. ড. মুহাম্মদ ইউনূস
  13. দেশ ও জনপদ
  14. বিনোদন
  15. ব্যবসা
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-১( মিরসরাই): মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ছাইফুর রহমান

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত পদপ্রার্থী মোহাম্মদ ছাইফুর রহমান।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন৷

এসময় মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুন, জোরারগঞ্জ থানা জামায়াতের আমীর মাওলানা নুরুল হুদা হামেদী, মিরসরাই পৌরসভা জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন, ছাইফুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে সালমা, ইসলামী ছাত্রশিবির মিরসরাই উপজেলা শাখার সভাপতি সাকিব হোসেনসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন নেতারা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে মোহাম্মদ ছাইফুর রহমান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণভাবে একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আমাদের সমর্থন অনুযায়ী এবং যৌগ্যতা অনুযায়ী আমরা প্রত্যেকটি ভোটারের কাছে চলে যাবো।

আমাদেরকে যারা ভালোবাসেন এবং সমর্থন করেন তাদের প্রতি অনুরোধ প্রত্যেকে ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে হবে।

আগামী নির্বাচনে উদ্বেগের কোনো কারণ মনে করি না। যেহেতু জাতীয় ভাবে একটি ঘটনা ঘটেছে, সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী গোয়েন্দা সংস্থা বাহিনীর দায়িত্ব হলো প্রার্থীদের বিষয়ে তাদের সতর্ক থাকা এবং প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া।

তিনি আরও বলেন, আমি আশা করছি নির্বাচন উৎসবমুখর হবে এবং মিরসরাইয়ে যারা নির্বাচনে প্রার্থী হচ্ছে, আমরা যারা প্রার্থী হচ্ছি, আমরা সকলে একে অপরের বন্ধু, পরিচিত। আমি আশা করছি এখানে নির্বাচনে আইনশৃঙ্খলার অবনতি হবেনা।

নির্বাচনে যারা প্রার্থী হিসেবে আছেন, দলীয় নেতাকর্মী রয়েছেন, আমি বলবো সহংসিনতার সঙ্গে আপনারা নির্বাচনি কাজ করবেন। আমরা আশা করি নির্বাচন পর্যন্ত উৎসবমুখর পরিবেশ তৈরি করবো। ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।